Ticker

6/recent/ticker-posts

Ad Code

গুমের শিকার ও চব্বিশের শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি: আমিনুল হক


 

গুম ও আন্দোলনে শহীদদের পরিবারের পাশে ঈদের ভালোবাসা নিয়ে বিএনপি: আমিনুল হক

গুমের শিকার ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই উপহার হস্তান্তর করেন।

ঈদুল আজহার পরদিন রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে শহীদ ছাত্রদল নেতা রমজান মিয়া জীবনের বাসায় যান আমিনুল হক। রমজান মিয়া চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদ হন।

পরে তিনি ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেনের বাসায়ও যান। সেখানে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

সবশেষে তিনি পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি, সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত বিল্লাল গাজীর পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমিনুল হক নিহত বিল্লালের সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এ সময় আমিনুল হক বলেন, “পতিত স্বৈরাচারের হাতে গুম ও হত্যার শিকার এবং চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের পাশে বিএনপি সবসময় রয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

Post a Comment

0 Comments